Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০২২

চা বোর্ডের কার্যালয় ও আবাসিক এলাকায় সবজি চাষ


প্রকাশন তারিখ : 2022-11-15

চট্টগ্রাম, ১৫.১১.২০২২ খ্রি.: মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ‘এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না’ যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে অফিস প্রাঙ্গন ও আবাসিক এলাকার পতিত জমিতে শাকসবজির চাষ শুরু করেছে বাংলাদেশ চা বোর্ড। বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন ত্বরান্বিত করতে নির্দেশনা দেন। এরই অংশ হিসেবে চা বোর্ডের সচিব মোহাম্মাদ রুহুল আমিনের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে। প্রধান কার্যালয়ের পাশাপাশি চা বোর্ডের অধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, পঞ্চগড় অফিস, বান্দরবান অফিসকে নির্দেশনাসহ চিঠি দেওয়া হয়েছে। চাষাবাদে শীতকালীন শাকসবজি বিশেষ করে লাল শাক, পালং শাক, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ ইত্যাদি লাগানো হচ্ছে।